স্নায়ুরোগ নয়, মনোরোগ

স্নায়ুরোগ নয়, মনোরোগ

আমি মো. করিম (ছদ্মনাম) । বয়স ৪৫। জামালপুরের ইসলামপুরে থাকি । একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি । গত পাঁচ বছর ধরে একটি সমস্যায় ভুগছি । হাঁটতে পারতাম না, একদিকে হাঁটতে গেলে অন্যদিকে চলে যেতাম । চেয়ারে বসলে কোনো কিছুর সাপোর্ট নিতে হতো । গাড়িতে চড়লে মনে হতো মাথা ঘুরে পরে যাবো । গাড়ির হর্নেও খুব সমস্যা হতো । মাথা ঘুরাতো, হাত কাঁপতো ।
এই সমস্যা নিয়ে প্রথম আমি জামালপুরের এক নিউরো মেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হই । সেখানে চিকিৎসায় সুফল না পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন মেডিসিনের ডাক্তারের কাছে যাই । অনেকদিন সেখানে চিকিৎসা নিয়েও কোনো উন্নতি না হওয়ায় ময়মনসিংহ মেডিকেলেই আবার একজন নিউরোলজিস্টের কাছে যাই । সেখানে চিকিৎসা নিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন নিউরোলজিস্টকে দেখাই । এখানেও প্রায় দুই বছর চিকিৎসা নিয়ে সুফল পাইনি । পাঁচটি বছর ধরে নানা চিকিৎসায় ব্যর্থ হয়ে খুব হতাশ বোধ করতাম । বড় বড় ডাক্তারের চিকিৎসাতেও যখন কাজ হচ্ছিলো না, বুঝতে পারছিলাম না কী করবো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট তখন আমাকে একজন মনোরোগবিদ্যা বিশেষজ্ঞের কাছে পাঠান । তিন মাস আগে মনোরোগের ডাক্তারের চিকিৎসা নিয়ে অনেকটা সুফল পেতে শুরু করেছি । আমার মনে হচ্ছে, এত দিনে আমার সমস্যার মূল কারণ নির্ণয় করা সম্ভব হয়েছে । আমার অসুখটা মনোরোগ, এটা আগে বুঝলে অনেকদিন আগেই হয়তো সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে যেতাম । মনোরোগের চিকিৎসা নিয়ে এখন আমি অর্ধেক সুস্থ । কিছুটা হাঁটতে পারি । মাথার পেছন দিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যথা করতো, সেটাও অনেকটা ভালোর দিকে।
রোগীর কথা
 

Previous articleমনোরোগবিদ্যায় উচ্চশিক্ষা নিয়ে স্বর্ণপদক অর্জন
Next articleপ্রতিবন্ধী শিশুদের প্রাথমিক সনাক্তকরণ এবং অংশীদারগণের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here