করোনার প্রভাবে সারাবিশ্বেই চলছে একধরনের স্থবিরতা। ঘরবন্দী শিশুদের মনে নানা প্রশ্ন, ‘করোনা আবার কী?’ ‘আমারও কি অসুখ হবে?’ ‘আব্বু, আম্মুরও?’
শিশুদের এসব প্রশ্নসহ ঘরবন্দী জীবনে নানা দুশ্চিন্তার উত্তর দিতে বিশেষ ভিডিও পরিবশেনা করেছে শিশুতোষ ম্যাগাজিন ইকরিমিকরি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
https://www.facebook.com/ikrimikriworld/videos/253646062429626/?v=253646062429626
এর আগে ঘরবন্দী শিশুদের একঘেয়েমী দূর করতে গত ২৯ মার্চ থেকে ছড়া ও গল্প বলা, ছড়া ও গল্প লেখা এবং ছবি আঁকা ইভেন্টের আয়োজন করে ইকরিমিকরি।
What's Hot
শিশুদের করোনা সচেতনতায় ইকরিমিকরি‘র বিশেষ পরিবেশনা
Previous Articleলকডাউন ও নিউট্রিশন: মোস্তারি হায়দার এর পরামর্শ