মিশিগানে ওয়েস্টল্যান্ড রাজ্যে মানসিক রোগ চিকিৎসার হাসপাতালে (Walter Reuther Psychiatric Hospital ) ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার মিশিগান ডির্পাটমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সাপোর্ট বিভাগ (এমডিএইচএইচএস) থেকে এই তথ্য জানানো হয়। পরে বুধবার রাজ্যের আরো একটি মানিসিক রোগ চিকিৎসার হাসপাতালে আরো ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা নিশ্চিত করা হয় এমডিএইচএইচএসের পক্ষ থেকে।
এমডিএইচএইচএসের পরিচালক রবার্ট গর্ডন বলেছেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য আমাদের স্টাফ এবং আমাদের রাজ্য হাসপাতালের রোগীদের স্বাস্থ্য এবং সুরক্ষা। আমরা COVID-19 এর বিস্তারকে অত্যন্ত গুরুত্বের সাথে চিকিত্সা করি এবং এটিকে মোকাবেলায় অনেক পদক্ষেপ নিচ্ছি।”
সূত্র: https://www.fox2detroit.com/news/3-patients-at-michigan-psychiatric-hospitals-have-coronavirus-officials-say
মিশিগানে মানসিক হাসপাতালেও করোনাভাইরাস
Previous Articleবাকপটু শিশু পড়াশোনায় ভালো
Next Article করোনাভাইরাস: ঘরে থাকার দিনগুলিতে যা করতে হবে