সিলেট সিভিল সার্জন এর কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

0
38
সিলেট সিভিল সার্জন এর কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

“অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” প্রতিপাদ্যে গত ১০ অক্টোবর পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশে সরকারি, বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

গত ১৯ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে সিলেট সিভিল সার্জন এর কার্যালয়ে এক দিনের একটি সেমিনার এর আয়োজন করা হয়েছিল। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট ডা. হিমাংশু লাল রায়, সভাপতিত্ব করেন ডা. প্রেমানন্দ মন্ডল, সিভিল সার্জন, সিলেট। সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ সার্বিক আলোচনায় ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস এর যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নূর এ আলম শামীম, সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বিভাগীয় পরিচালকের কার্যালয়, সিলেট। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিলেট। এছাড়াও উক্ত সেমিনারে উপস্তিত ছিলেন বিভাগীয় পরিচালকের কার্যালয় সিলেট, সিভিল সার্জন কার্যালয় এবং শহীদ শামসুদ্দিন জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডা. স্বপ্নীল সৌরভ রায়, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়। সেমিনারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়, ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ বিষয়ে বক্তাগণ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleনানা আয়োজনে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
Next articleমানসিক স্বাস্থ্য সেবায় জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here