বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিভাগ বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করে। ১০ অক্টোবর সকালে মানসিক রোগ বিভাগে কেক কেটে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়।
৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে পাবনা মানসিক হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ১০ অক্টোবর সকালে হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া র্যালিতে অংশগ্রহণ করে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে