ভুল: অসংলগ্ন আচরণ, বিভিন্ন বিভ্রান্তি এগুলোই মানসিক রোগ।
সঠিক তথ্য: মানসিক রোগে আক্রান্তদের অল্প একটা অংশের এরকম সমস্যা থাকে। পূর্বে যেই ভাগটিকে সাইকোসিস বলা হতো। কিন্তু এর বাইরে মানসিক রোগের একটি বিশাল পরিধি আছে যেখানে কোন বিভ্রান্তিজনিত লক্ষণ (Delusion, Hallucination) থাকে না। বেশ কিছু রোগেই স্বাভাবিক অনুভূতিগুলো অতিরিক্ত পর্যায়ে গিয়েজীবন যাত্রা ব্যাহত করতে পারে।
ভুল ধারণা: মানসিক রোগের নির্ভরযোগ্য চিকিৎসা নাই। এই রোগ ভালো হয় না।
সঠিক তথ্য: অনেক মানসিক রোগই চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। চিকিৎসাসহ স্বাভাবিক জীবনযাপন সম্ভব।
ভুল ধারণা: মানসিক রোগ যার হয় তিনি সমাজে বসবাস বা যেকোন কাজের অনুপযুক্ত।
সঠিক তথ্য: মানসিক রোগের পরিধিটা সম্পর্কে সাধারণ ধারণায় ভুল থাকায় এমন একটা ধারণা কাজ করে। এই ধারণার কারণে অনেকেই মানসিক রোগ থাকার বিষয়টি নিয়ে অস্বস্তিতে থাকেন, চিকিৎসার ব্যাপারে ও অনাগ্রহী হন। পরিবারে, কর্মস্থলে, সমাজে অবাঞ্ছিত করে দেয়ার প্রবণতা দেখা যায়। যেমন, কোনো ব্যক্তির বিষন্নতাজনিত মানসিক রোগ থাকলে তার বিয়ে, চাকরি সব কিছুতেই এই বিষয়টা একটা বাধার সৃষ্টি করে। অথচ চিকিৎসা নিয়মিত হতে থাকলে, পরিবার এবং সমাজের যথেষ্ট আস্থা এবং সমর্থন থাকলে মানসিক রোগীদের অনেকেই ভালোভাবে জীবনযাপন করতে পারেন এবং সমাজে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। বরঞ্চ অবহেলা, তাচ্ছিল্য এগুলো অনেক মানসিক রোগের তীব্রতা বাড়িয়ে দিতে পারে।