মাঝে মাঝেই মানুষের সাথে দূর্ব্যবহার করি

সমস্যা:
আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার কোনকিছুই ভালো লাগে না।সব সময় মাথা ঝিমঝিম করে, প্রচন্ডমেজাজ খারাপ থাকে। মাঝে মাঝেই মানুষের সাথে দূর্ব্যবহার করি। পরে অবশ্য অনুশোচনা হয়, প্রতিজ্ঞা করি আরকারো সাথে দূর্ব্যবহার করবো না। কিন্তু তারপরও পারি না। অকারণে রেগে যাই। যার কারণে প্রায়ই আমাকে কটুকথা শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। এটা কি কোন মানসিক রোগ ?এটা যদি কোন মানসিকরোগ হয়ে থাকে তাহলে এর একটি সমাধান দিলে চির কৃতজ্ঞ থাকবো।
 
পরামর্শ:
আপনার অসুস্থতার বিবরণ পড়ে ধারণা করা যাচ্ছে যে আপনি Depression Illness রোগে ভুগিতেছেন।
নিম্নের ঔষধ সেবনে আপনার উপকার আসতে পারে।
Tab. Nexcital 10 mg সকালে ০১টা এবং
Tab. Alzolam 0.5 mg রাতে ০১টা খাবেন।
০৬ সপ্তাহ পরে আবার মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. মো. রেজাউল করিম


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleঋণ সমস্যা শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
Next articleজুয়ায় আসক্তি একটি মানসিক রোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here