দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর নভেম্বর সংখ্যা। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- করোনা-উত্তরকালে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মানসিক স্বাস্থ্যে প্রভাব । এবারের ম্যাগাজিনে মহামারি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” নভেম্বর সংখ্যায়–
“করোনা-উত্তর প্রযুক্তিনির্ভর শিক্ষা: মানসিক স্বাস্থ্যে প্রভাব ও করণীয়”-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহিদ।
ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে লিখেছেন “অনলাইন ক্লাসে বিচ্ছিন্নতা কিভাবে এড়ানো সম্ভব” শিরোনামে।
“অনলাইন ক্লাস শিশুর চাহিদার জন্য কি যথেষ্ট? করণীয় কি”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে লিখেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. মাহ্জাবিন আফতাব সোলায়মান।
“বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থায় কিভাবে মানিয়ে নেবেন”-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব।
কোভিড ১৯ এর গতিপ্রকৃতি নিয়ে বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান এর সাথে আলাপচারিতা।
“মহামারিকালে তারুণ্য: ইতিবাচক মনোভাবের জন্য যা করণীয়”-শিরোনামে মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. সুলতান-ই-মঞ্জুর লিখেছেন বিশেষ আয়োজন বিভাগে।
”ঘরবন্দি তারুণ্য: মানসিক বিপর্যয় ঘটছে না তো?“ শিরোনামে মানসিক বিভাগে লিখেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এর সাইকিয়াট্রি বিভাগের রেসিডেন্ট ডা. রেজওয়ানা হাবীবা।
”কোভিড পরবর্তী মানসিক সমস্যা-করণীয়” মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডা. শাহানা পারভীন।
তারকার মন বিভাগে রয়েছে মরমী কবি সাবির রহমান চৌধুরী এর সাক্ষাৎকার।
“যৌন সম্পর্কে করোনার প্রভাব: নতুন দিনে যৌন সম্পর্ক”-শিরোনামে যৌনস্বাস্থ্য-সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
”ধর্ষণের শিকার নারী: মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে করণীয়” শিরেনামে সমসাময়িক বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারি অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি।
”নিরবিচ্ছিন্ন ঘরে থাকা: প্রবীণ-নবীনদের নতুন সেতুবন্ধনের সুযোগ“ উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এর মনোরোগ বিদ্যা বিভাগরে সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া।
“করোনা মহামারি:আত্মহত্যা প্রবণতা বদ্ধির ঝুঁকি ”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন।
লকডাউনের বন্দিত্ব: কীভাবে সামলাচ্ছেন পরিবারের খুঁটি নারীরা? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার নারীরা।
এছাড়াও মনের খবর নভেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “নয়া স্বাভাবিক জীবন পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখবেন কীভাবে” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে