মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বীকন পয়েন্টের আয়োজনে ২৪ জুন অনুষ্ঠিত হয়েছে মাদকাসক্তি নিয়ে অভিভাবক পরামর্শ সভা।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন। এ দিবসটি সামনে রেখে বীকন পয়েন্ট এ অভিভাববক সভার আয়োজন করে। বীকন পয়েন্টের গুলশানের নিজস্ব ভবনে ছিলো এই অনুষ্ঠান।
‘আগে শুনুন- শিশু ও যুবাদের প্রতি মনোযোগী হওয়াই তাদের সঠিক ও নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত, ‘আগে শুনুন- শিশু ও যুবাদের প্রতি মনোযোগী হওয়াই তাদের সঠিক ও নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ এবারের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের স্লোগান।
অনুষ্ঠানে অভিভাবকদের মাদক নিয়ে পরামর্শ দেন বীকন পয়েন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) মো: হানিফ, ভাইস প্রেসিডেন্ট মেডিকেল সার্ভিসেস ডা. মো: নূরুল হক, উত্তরা উইম্যান মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা, চিরঞ্জিত বিশ্বাস, বীকন পয়েন্টের মেডিকেল অফিসার ডা. সাইদুল হক, বীকন পয়েন্টের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো: বেলাল হোসেন প্রমূখ।