বীকন পয়েন্টে মাদকাসক্তি নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

বীকন পয়েন্টে মাদকাসক্তি নিয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বীকন পয়েন্টের আয়োজনে ২৪ জুন অনুষ্ঠিত হয়েছে মাদকাসক্তি নিয়ে অভিভাবক পরামর্শ সভা।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন। এ দিবসটি সামনে রেখে বীকন পয়েন্ট এ অভিভাববক সভার আয়োজন করে। বীকন পয়েন্টের গুলশানের নিজস্ব ভবনে ছিলো এই অনুষ্ঠান।
‘আগে শুনুন- শিশু ও যুবাদের প্রতি মনোযোগী হওয়াই তাদের সঠিক ও নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত, ‘আগে শুনুন- শিশু ও যুবাদের প্রতি মনোযোগী হওয়াই তাদের সঠিক ও নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ এবারের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের স্লোগান।
অনুষ্ঠানে অভিভাবকদের মাদক নিয়ে পরামর্শ দেন বীকন পয়েন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) মো: হানিফ, ভাইস প্রেসিডেন্ট মেডিকেল সার্ভিসেস ডা. মো: নূরুল হক, উত্তরা উইম্যান মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা, চিরঞ্জিত বিশ্বাস, বীকন পয়েন্টের মেডিকেল অফিসার ডা. সাইদুল হক, বীকন পয়েন্টের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো: বেলাল হোসেন প্রমূখ।

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here