বিএপি সিলেট শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ৭ জুন (বুধবার) বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস, সিলেট শাখার উদ্যোগে সিলেটের স্থানীয় এক হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহ‌ফি‌লে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ  অধ্যাপক ডা. মো‌র্শেদ আহ‌মেদ চৌধুরী , বিএমএ সি‌লেট জেলা শাখার সভাপ‌তি অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহ‌মেদ , সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল ক‌রিম , সি‌লেট পার্ক ভিউ মে‌ডি‌কেল ক‌লেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. ওছুল আহ‌মেদ চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন ও পরিচালক অধ্যাপক ডা. তারেক আজাদ সহ বি‌ভিন্ন সোসাই‌টির নেতৃবৃন্দ । ইফতার মাহ‌ফিলে বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েশন অব সাই‌কিয়া‌ট্রিস্টস , সি‌লেট শাখার সকল সদস্যবৃন্দ অংশ গ্রহণ ক‌রেন । সি‌লেট এম এ জি ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ , সাই‌কিয়া‌ট্রি‌ বিভা‌গ এমডি রে‌সি‌ডে‌ন্সি‌তে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ অ‌তি‌থিগণকে গ্রহণ সহ, ইফতার মাহ‌ফিল সুষ্ঠ ভা‌বে প‌রিচালনায় সহায়তা ক‌রেন।
ইফতার মাহ‌ফিল‌ সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েশন অব  সাই‌কিয়া‌ট্রিস্টস , সি‌লেট শাখার সভাপতি অধ্যাপক ডা.  গোপী কান্ত রায়  ও সাধারণ সম্পাদক ডা. আর কে এস রয়েল অ‌তি‌থি বৃন্দ সহ সক‌লের প্র‌তি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন ।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleকম্পালসিভ বাইং ডিজঅর্ডার: কেনাকাটা যখন মানসিক রোগ
Next articleলন্ডনে মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় খেলাধুলা প্রকল্পের আওতায় ফুটবল টুর্ণামেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here