বিএপি’র উদ্যোগে সদ্য পাশ করা মনোরোগ বিশেষজ্ঞদের অভ্যর্থনা ও সায়েন্টিফিক সেমিনার

বিএপি’র উদ্যোগে সদ্য পাশ করা মনোরোগ বিশেষজ্ঞদের অভ্যর্থনা ও সায়েন্টিফিক সেমিনার

গত ৩০ নভেম্বর সদ্য পাশ করা মনোরোগ বিশেষজ্ঞদের অভ্যর্থনা ও ‘The latest SNRI to manage tough to treat depression’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। মিরপুরে রেনেটা পার্কে বিকাল সাড়ে ৫ ঘটিকায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. মো. তারিক সুমন। সেমিনার শেষে ২০২১ এর জুলাই এ পাশ করা সদ্য মনোরোগ বিশেষজ্ঞদের হাতে সম্মান স্মারক তুলে দেন তিনি। সবার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

এ ব্যাপারে কথা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. মো. সজীব আবেদীনের সাথে। তিনি আমাদের জানান- ‘আমরা নতুন যারা পাশ করেছি তাদের জন্য এই আয়োজন সত্যিই অসাধারণ ছিলো। এর মাধ্যমে নতুনরা কাজ করার উৎসাহ পাবে এবং বিএপি সবসময় আমাদের পাশে আছে বলেই এতোটা সুন্দরভাবে পথ দেখিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও দেখাবে’।

রেনেটা লিমিটেড এর সৌজন্যে অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here