বিশ্বব্যাপী মনোরোগ চিকিৎসার অগ্রগতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ, বাংলাদেশি মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া বিনতে জলিল অর্জন করেছেন JSPN (Japanese Society of Psychiatry & Neurology) Fellowship Award 2025। পৃথিবীর ১৬টি দেশের মধ্যে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই সম্মান অর্জন করেন তিনি। ১৯-২১ জুন জাপানের কোবে (Kobe) শহরে JSPN-এর ১২১তম বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়, যেখানে এই পুরস্কার প্রদান করা হয়।
এই সম্মেলনের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানের তরুণ মনোরোগ চিকিৎসকদের সঙ্গে জাপানের মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে বৈজ্ঞানিক বিনিময়, পেশাগত সহযোগিতা এবং আন্তঃব্যক্তিক বন্ধুত্ব গড়ে তোলা। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত চিকিৎসকরা বৈজ্ঞানিক প্রেজেন্টেশন করে নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সারা বিশ্বের ১৬টি দেশ থেকে নির্বাচিত তরুণ মনোরোগ চিকিৎসকরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে নির্বাচিত হন ডা. সুমাইয়া বিনতে জলিল। তিনি JSPN কর্তৃক নির্ধারিত বিষয়ে একটি scientific presentation উপস্থাপন করেন এবং JSPN-এর প্রেসিডেন্টের হাত থেকে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন।
JSPN-এর এই উদ্যোগ তরুণ চিকিৎসকদের বৈশ্বিক মানের প্ল্যাটফর্মে কাজ করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। গবেষণাভিত্তিক মানসিক স্বাস্থ্যচর্চা, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের দিক থেকে এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ এক আয়োজন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া বিনতে জলিল বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। সকল শিক্ষক এবং রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ”আমি মনে করি এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি নতুন প্রজন্মের মনোরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক ভাবে অবদান রাখার জন্য অনেক অনুপ্রেরনা যোগাবে।”
ডা. সুমাইয়া বিনতে জলিল-এর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও তরুণ চিকিৎসকদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলবে এবং মানসিক স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে সহায়ক হবে। মানসিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অগ্রগতির পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন-