পর্তুগালে ১৯ তম বিশ্ব সাইকিয়াট্রি সম্মেলন অনুষ্ঠিত

0
26

ওয়ার্ল্ড সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউপিএ) এর আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্ব সাইকিয়াট্রি সম্মেলন World Congress of Psychiatry অনুষ্ঠিত হয়েছে।
গত ২১-২৪ আগষ্ট চার দিনব্যাপি এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নানাবিধ বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সভাপতি  অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুস সালাম, অধ্যাপক ডা. মঞ্জুরুল হক,  ডা. মাহবুবুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।
সাইকিয়াট্রি বিষয়ক বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশের সাইকিয়াট্রিস্টবৃন্দ।
সম্মেলনে State of the Art Symposium: Autism: Comprehensive National Programs শিরোনামের একটি অধিবেশনে সভাপতিত্ব করেন সুচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল। এই অধিবেশনে আরও অংশগ্রহণ করেন  নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ডা. গোলাম রব্বানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডঃ কিনজাং পিশেরিং (ভুটান), ডাঃ মুহাম্মদ ওয়াকার আজিম (কাতার), ডাঃ সামাই সিরিথংথাওয়ারন (থাইল্যান্ড)।
এই অধিবেশনে অংশগ্রহণকারী বক্তারা তাদের নিজ নিজ দেশের জাতীয় অটিজম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে ২০তম World Congress of Psychiatry আগামী বছরের ১৪-১৭ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

 
 
ছবি কৃতজ্ঞতা: সুচনা ফাউন্ডেশন

Previous articleসন্তানের চেয়ে স্বামী দ্বিগুণ মানসিক চাপে রাখে নারীকে
Next articleশিশুদের বিব্রতকর প্রশ্নের উত্তর দিবেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here