নারীর তলপেটে ব্যথা : তীব্রতা, কারণ ও করণীয়

মনের খবর : মাসিক ও গর্ভধারণকালীন সময়ে নারীর তলপেটে ব্যথা খুবই সাধারণভাবে পরিচিত। প্রায় সব নারীরাই এই ব্যথায় ভোগেন। অনেক সময় ব্যথার তীব্রতা বেড়ে যায়। অসহীয় হয়ে ওঠে ব্যথার তীব্রতা। এটা যখন স্বাভাবিকতা হারিয়ে ফেলে তখন এটাকে ‘এন্ডোমেট্রিওসিস’ বলা হয়। প্রতি একশো নারীর মধ্যে ৫ থেকে ১২ জন এই রোগে ভোগে।

ঠিক কোথায়, কেন, কীরকম ব্যথা হয়? কখন এটাকে ‘এন্ডোমেট্রিওসিস’ বলা হবে বা ব্যাপারটা কতটুকু স্বাভাবিক সে বিষয়ে মনের খবর টিভিতে ‘এন্ডোমেট্রিওসিস’ : নারীর তলপেটে ব্যথা’ শিরোনামে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে লাইভ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার, (২০ জুন) সন্ধ্যা ৯টায় মনের খবর টিভিতে অনুষ্ঠিত- নারীর প্রজনন এবং গর্ভধারণ সম্পর্কিত স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান “নারী স্বাস্থ্যে রেনাটা” অনুষ্ঠানের এই পর্বে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে আলোচনা করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুহি জাকারিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতারে গাইনী ও অবস বিভাগের এইচএমও ডা. ইফফাত ইকবাল নিঝুম।

পাওয়ার্ড বাই ‘নিওজেস্ট’ (Neogest) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সাইন্টিফিক (বৈজ্ঞানিক) পার্টনার রেনাটা লিমিটেড এবং মিডিয়া পার্টনার ‘মনের খবর টিভি’।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি দেখতে ক্লিক করুন :

Previous articleমৃত্যু কী? শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক মৃত্যু : বৈজ্ঞানিক ব্যাখ্যা
Next articleদুঃখ ও বিষণ্ণতার পার্থক্য : বিষণ্ণতায় আক্রান্ত কিনা যেভাবে বুঝবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here