কাল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী এনআইএমএইচ ডে ২০২৫

0
9
কাল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী এনআইএমএইচ ডে ২০২৫

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (NIMH) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “এনআইএমএইচ ডে ২০২৫”।দুইদিন ব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে সাইন্টিফিক আলোচনা, ডিবেট, কুইজ, র‍্যালি, বৃক্ষরোপণ, দেয়াল পত্রিকা উদ্বোধন, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৫ (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সভাপতিত্ব করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান । তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থিরা।

অনুষ্ঠানটির আরেকটি বিশেষ দিক হলো, এটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক ছাত্র, শিক্ষক, চিকিৎসক ও পেশাজীবীদের একত্রিত করার এক অনন্য সুযোগ এনে দেবে। অনেকের জন্য এটি হবে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহকর্মীদের সঙ্গে পুনরায় দেখা হওয়ার মঞ্চ—একটি স্মৃতিমধুর রিইউনিয়ন।

এনআইএমএইচ ডে ২০২৫- অনুষ্ঠানের সময় সূচি- 

এনআইএমএইচ ডে ২০২৫- অনুষ্ঠানের সময় সূচি- 

Previous articleঢাকা মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার উন্নয়নের লক্ষ্যে বই বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here