জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (NIMH) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “এনআইএমএইচ ডে ২০২৫”।দুইদিন ব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে সাইন্টিফিক আলোচনা, ডিবেট, কুইজ, র্যালি, বৃক্ষরোপণ, দেয়াল পত্রিকা উদ্বোধন, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৫ (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সভাপতিত্ব করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান । তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থিরা।
অনুষ্ঠানটির আরেকটি বিশেষ দিক হলো, এটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক ছাত্র, শিক্ষক, চিকিৎসক ও পেশাজীবীদের একত্রিত করার এক অনন্য সুযোগ এনে দেবে। অনেকের জন্য এটি হবে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহকর্মীদের সঙ্গে পুনরায় দেখা হওয়ার মঞ্চ—একটি স্মৃতিমধুর রিইউনিয়ন।
এনআইএমএইচ ডে ২০২৫- অনুষ্ঠানের সময় সূচি-