করোনায় সুস্থদেরকেও সতর্ক থাকতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে

মানসিক উৎকন্ঠা: করোনায় সুস্থদেরকেও সতর্ক থাকতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়াদেরও সংখ্যা। সুস্থ হওয়াদের পরবর্তী সময়ে ফুসফুসের নানা রোগে ভোগার সম্ভাবনাও নিয়েও চলছে বিস্তর গবেষণা। তবে সবচেয়ে গুরত্বপূর্ণ হয়ে সামনে এসেছে করোনায় সুস্থ হওয়াদের মানসিক সমস্যা নিয়ে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি অনেক সময় মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েন, ফলে চিকিৎসার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ হলেও পরবর্তীতেও মানসিক ট্রমা তার মধ্যে কাজ করে।
তাই পরিবার ও সমাজের উচিত হবে তার পাশে থেকে সাহায্য করা, যাতে তিনি সহজে এটাকে মেনে নিয়ে চলতে পারেন। আবার আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে যে সোশ্যাল স্টিগমা (সামাজিক কলঙ্ক) তৈরি হয়, তা যেন পরবর্তীতে তার জন্য সমস্যা সৃষ্টি না করে, সেটিও দেখতে হবে বলে মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা মনে করেন,  শারীরিকভাবে সুস্থ হয়ে যাওয়াটাই শেষ কথা নয়। গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ফুসফুসের জন্য দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করতে পারে। তাই ফুসফুসের ক্ষত বা প্রদাহ আছে কি-না, সেটি সুস্থ হওয়ার পর ভালো ভাবে নিশ্চিত হতে হবে।
সব মিলিয়ে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও নিয়মিত চেক-আপ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা দরকার, সেই সাথে মানসিক রোগ বিশেষজ্ঞদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন


 

Previous articleকোভিড ১৯: অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে রয়েছে
Next articleকরোনায় প্রাণ হারালেন সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. গোপাল শংকর দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here