বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) আয়োজিত মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপি কর্মসূচীর একটি অংশ এটি।
অলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া। এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন সিওমেকের সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী।
‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. সুচিত্রা তালুকদার এবং ডা. রেজওয়ানা হাবীবা। বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ শেষে প্রতিপাদ্যের বিষয় এবং সচরাচর সম্মুখীন হওয়া মানসিক রোগসমুহের উপর আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত মেডিক্যাল অফিসারগণ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত
Previous Article'আগামী দিনের পৃথিবী মানসিক স্বাস্থ্যের পৃথিবী'
Next Article 'মানসিক স্বাস্থ্য সেবা অত্যান্ত মানবিক কাজ'