ওসিডি এর নানা বিষয় নিয়ে প্রকাশিত “মনের খবর” আগস্ট সংখ্যা

0
101
মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর আগস্ট সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-অবসেসিসভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) বা শুচিবাই। যেখানে ওসিডি এর নানা বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ। চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসায় প্রকাশের প্রথম সপ্তাহেই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে মনের খবর এর এবারের সংখ্যাটি।
যা রয়েছে “মনের খবর” আগস্ট সংখ্যায়–
ওসিডি বা শুচিবাই: একটি মানসিক রোগ- শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য
ওসিডি: অদ্ভূত রোগের নানা রকম লক্ষণ- শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও  মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব
ওসিডির বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা – শিরোনামে রয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ এর একটি লেখা।
মনে হয় মুখে জীবানু লেগে আছে–  শিরোনামে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা একাডেমী পুরষ্কার জয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর একটি লেখা।
বিশেষ প্রতিবেদন বিভাগে রয়েছে অটিজম এর চিকিৎসা: কার কী দায়িত্ব- শিরোনামে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশন এর সহকারী অধ্যাপক ডা. শাহানা পারভীন এর লেখা।
মানসিক রোগ- বিভাগে ওয়ার্কাহলিক বা কাজে আসক্তি: সুখ না অশান্তির কারণ- শিরেনামে লিখেছেন বগুড়া মেডিকেল কলেজ এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক অনিক
ক্রিয়েটিভ অবসেশন: সৃষ্টির নেশা– শিরোনামে মনোবিজ্ঞান বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি
শিশুদের ওসিডি: অভিভাবকের দায় বেশি- শিরোনামে শিশুমন বিভাগে লিখেছেন আদ-দ্বঅন মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা
ওসিডির কারণে যৌন সক্রিয়তা বাধাগ্রস্ত হতে পারে- শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান
প্রবীণ মন- বিভাগে রয়েছে অ্যালঝেইমার্স: যে রোগে আচরণ ও ব্যক্তিত্বের পরিবর্তন হয়- শিরোনামে মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসির মারুফ এর লেখা।
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন ওসিডি: পরিবারের অন্যদের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে শিরোনামে।
মনস্তত্ত্ব বিভাগে নিল আর্মস্ট্রং এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আল রশিদ
দাস ক্রীতদাসের মন: আদি ও বর্তমান কাল- শিরোনামে যুগে যুগে বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. কৃষ্ণ রায়
তারকার মন বিভাগে রয়েছে এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার এর সাক্ষাৎকার। একই সাথে রয়েছে আদিবাসী শিল্পী জয়দেব রোয়াজা এর সাক্ষাৎকার।

নারীর কর্মস্থল: চাওয়া পাওয়া বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেনী পেশায় কর্মরত নারীরা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা। রয়েছে ওসিডি ক্লিনিক বিষয়ে বিশেষ প্রতিবেদন।
এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর আগস্ট সংখ্যায় পাঠকরা  টিপস বিভাগে পাবেন কাজে যাবার প্রস্তুতি শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/

Previous articleবিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের আগস্ট মাসের বৈকালিক সেবা সময়সূচি
Next articleঅফ মুড ভালো করতে যা করতে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here