এন আই এম এইচ-এর নতুন পরিচালক হলেন অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক

0
135

মনের খবর প্রতিনিধি: ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক পদে পদোন্নতি পেলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক। একইসাথে সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপকও হয়েছেন তিনি। এর আগে তিনি অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা  অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক উক্ত পদে পদাসিন থাকবে।

পদায়নকৃত চিকিৎসক আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Previous articleবিপিএ ও ঢাবির মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উদ্‌যাপিত
Next articleবিএসএমএমইউ-তে বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৪৮.৪ ভাগই বিভিন্ন মানসিক রোগে ভুগছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here