আমি সোশ্যাল ফোবিয়াতে ভুগছি

সমস্যা,
স্যার, আমার বয়স ২৭, উচ্চতা ৮১ কেজি, লিঙ্গ পুরুষ। আমি একজন ডাক্তার। আমি সোশ্যাল ফোবিয়াতে ভুগছি। এর আগে ৩ জন মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি। সবাই এসএসআরআই(SSRI) প্রেসক্রাইব করেছেন। আমি অনেকদিন কন্টিনিউ করেছি। যখন ওষুধ খাই তখন ভালো থাকি কিন্তু ওষুধ বন্ধ করলে আবার সমস্যা শুরু হয়। আর একটা কথা, আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। এখন খুব ভীতু হয়ে গেছি। আমি কি করব বুঝতে পারছি না। অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
 
পরামর্শ,
Counseling, Behavior Therapy আপনার উপকারে আসবে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগে অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর-এ যোগাযোগ করুন। এবং প্রয়োজনে আপনি নিন্মোক্ত এসএসআরআই খেতে থাকুন।
Serolux 100mg প্রতিদিন সকালে ১টা করে।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. মো. রেজাউল করিম


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleমানসিক রোগের চিকিৎসা অবদান রাখবে বৈশ্বিক অর্থনীতিতে
Next articleআমার মনে হয় আমার গলার রগ ছোট হয়ে যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here