আমি সবকিছু ইতিবাচক ভাবে দেখতে পছন্দ করি: মুসা ইব্রাহীম

[int-intro]এ্যাডভেঞ্চারপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে সকলের পরিচিত মুখ তিনি। পর্বতারোহণ থেকে সাগরের নোনা জল সর্বত্র সমান বিচরণ। উপমহাদেশের গন্ডি পেরিয়ে জয় করেছেন আফ্রিকার কিলিমানজারো পর্বতের সর্বোচ্চ বিন্দু। তিনি মুসা ইব্রাহীম। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, স্বপ্নের কথা, ইচ্ছার কথা, ভালো লাগার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।  [/int-intro]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]ভালো আছি।[/int-ans]
[int-qs]ভালো থাকতে কি করেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]আমি সবকিছু ইতিবাচক ভাবে দেখতে পছন্দ করি। ভালো থাকতেও সব সময় ইতিবাচক চিন্তা করি।[/int-ans]
[int-quote]পাহাড়ে উঠার শুরুর দিকে আমার উচ্চতা ভীতি ছিলো। এবং প্রথম পাহাড়ে যাওয়ার পর আমার এই উচ্চতা ভীতি দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। কেননা ছোটবেলায় ত্রিশ চল্লিশ ফুট উঁচু গাছের মগডালে উঠতে পারতাম বলে ধরেই নিয়েছিলাম আমার উচ্চতা ভীতি নেই।[/int-quote]
[int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]দেখি তো অবশ্যই।[/int-ans]
[int-qs]ঘুমের স্বপ্নগুলো কেমন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]আমার ঘুমের স্বপ্নগুলো খুব সাধারণ। হয়তো দেখতে পাই পরীক্ষা দিতে বসেছি কিন্তু লিখতে পারছিনা অথবা ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আমি দৌড়ে উঠতে পারছিনা এসব দেখি।[/int-ans]
[int-qs]আর জেগে দেখা স্বপ্ন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]ভালো। খুব ভালো।[/int-ans]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]জেগে দেখা স্বপ্নগুলো হলো যেসব কাজ করছি সেগুলোকে এগিয়ে নেয়া। যেমন, কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো আমরা ম্যারাথন করলাম। এমন নিত্য নতুন কাজের সাথে, পরিস্থিতির সাথে, এ্যাডভেঞ্চারের সাথে মানুষকে কীভাবে আমরা পরিচয় করিয়ে দিতে পারি সেটা নিয়ে আমার কাজ ও জেগে দেখা স্বপ্ন।[/int-ans]
[int-qs]পাহাড়ের যাওয়ার আগ্রহ এলো কীভাবে?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]ছোটবেলা থেকেই আমি একটু এ্যাডভেঞ্চারাস ছিলাম। সেটাই মনেহয় পরবর্তীতে আমাকে পাহাড়ের দিকে আগ্রহী করেছে।[/int-ans]
[int-qs]পাহাড় ডিঙ্গাতে ভয় করে না?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]না করে না। তবে পাহাড়ে উঠার শুরুর দিকে আমার উচ্চতা ভীতি ছিলো। এবং প্রথম পাহাড়ে যাওয়ার পর আমার এই উচ্চতা ভীতি দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। কেননা ছোটবেলায় ত্রিশ চল্লিশ ফুট উঁচু গাছের মগডালে উঠতে পারতাম বলে ধরেই নিয়েছিলাম আমার উচ্চতা ভীতি নেই।[/int-ans]
[int-qs]উচ্চতা ভীতি কাটালেন কীভাবে?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]অভ্যাসের মাধ্যমে। ভীতিটার মুখোমুখি হতে হতে এক সময় কেটে গেছে।[/int-ans]
[int-qs]আবারো ব্যক্তিগত প্রশ্ন। মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]হয়, তবে খুব বেশি না।[/int-ans]
[int-qs]মন খারাপ হলে কি করেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]মন খারাপ হলে মন খারাপের কারণগুলো নিয়ে চিন্তা করতে থাকি। বের করার চেষ্টা করি যে এই মন খারাপের যৌক্তিকতা কতটুকু।[/int-ans]
[int-qs]রাগ হয়?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]অবশ্যই।[/int-ans]
[int-qs]রাগ নিয়ন্ত্রণের জন্য কি করেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]আমি একটু বদরাগী বা রগচটা ধরণের। রাগ নিয়ন্ত্রণটা আমি খুব বেশি করতে পারি না।[/int-ans]

[int-qs]অবসরে কি করেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]অবসরে বই পড়ার চেষ্টা করি, সিনেমা দেখি, গান শুনি।[/int-ans]
[int-qs]প্রিয় কবি বা লেখক কে?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ভালো লাগে।[/int-ans]
[int-qs]স্মৃতিকাতরতা আছে?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]হ্যাঁ আছে।[/int-ans]
[int-qs]কোন স্মৃতিগুলো বেশি কাতর করে?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]ছোটবেলার স্মৃতি। ছোটবেলা কেটেছে আমার পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এ। সেসব স্থানের স্মৃতিগুলোই বারবার মনে এমনকি স্বপ্নের মধ্যেও ফিরে আসে।[/int-ans]
[int-qs]আরেকটি জীবন পেলে কি হতে চাইবেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]অন্য কিছু হতে চাইবো না, এই জীবনটাকেই আরেকটু লম্বা করতে চাইবো। যেগুলো করার ইচ্ছা আছে কিন্তু করা হলো না সেগুলো করার চেষ্টা করবো।[/int-ans]
[int-qs]ব্যক্তি জীবনে চাওয়া পাওয়ার দূরত্ব কতটুকু?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]আমার চাওয়া পাওয়ার মধ্যে দূরত্ব খুবই কম। চেয়েছি কিন্তু পাইনি এমন খুব কমই ঘটেছে আমার জীবনে। হয়তো কিছু কিছু জিনিষ একটু দেরিতে এসেছে তবে শেষ পর্যন্ত এসেছে।[/int-ans]
[int-qs]আলাদিনের দৈত্য এসে যদি বলে আপনি তার কাছে যেকোন একটা কিছু চাইতে পারবেন। তাহলে কি চাইবেন?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]আমি জানি আলাদিনের দৈত্য আসবে না, যা করার তা নিজেকেই করতে হবে।[/int-ans]
[int-qs]অনেক ধন্যবাদ আপনাকে মনেরখবরে সময় দেয়ার জন্য?[/int-qs]
[int-ans name=”মুসা ইব্রাহীম”]মনেরখবরকেও অনেক ধন্যবাদ।[/int-ans]

Previous articleBinaural beats : anxiety disorder এর ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার?
Next articleকানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সেবার চাহিদা বাড়ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here