আমার স্বপ্নদোষ অনেক কম হয়

0
381

সমস্যা: আমার বয়স ১৮ বছর। আমি কখনো হস্তমৈথুন করিনি।আমার বন্ধুদের কাছে শুনেছি যে ওরা প্রায় সবাই এটা করে। আমিও চেষ্টা করেছি।কিন্তু সুবিধা করতে পারিনি। ওটা আমাকে কোনোভাবেই আকর্ষণ করেনি।এটা কি কোনো সমস্যা? আমি অবশ্য ১৫ বছর বয়স থেকে পর্ন দেখি। একটা সময় বিশেষ করে আমার বয়স যখন ১৬ ছিল তখন প্রচুর পর্ন দেখেছি। কিন্তু এর বিভিন্ন অপকারিতা শুনে এখন অনেক কমিয়ে ফেলেছি। আমার স্বপ্নদোষ অনেক কম হয়। কিংবা অনেক সময় হলেও হয়ত আমি টের পাইনি। আবার কখনও কখনও স্বপ্নে কিছু দেখিনি, কিন্তু সকালে দেখি পায়জামা ভিজে আছে।এগুলো কি স্বাভাবিক? -নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: মানুষ যখন পরিনত হয় তখন তার ভিতর বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তার মধ্যে হরমোন অত্যন্ত ইম্পরটেন্ট। ছেলেদের হরমোনের নাম টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনই ছেলেদের অনেক রকম শারীরিক পরিবর্তনের জন্য দায়ী। শারীরিক পরিবর্তনের সাথে মানসিক পরিবর্তনও হয়। একই সাথে বিভিন্ন মানসিক পরিবর্তনের ক্ষেত্রেও এই হরমোন কাজ করে। যৌনচিন্তা বা যৌনভাবনা সহ পুরুষের যেকোনো যৌনানুভূতির জন্যও এই হরমোনই দায়ি। এই হরমোনের প্রভাবেই যৌন আকাঙ্খা তৈরী হয়। আর অনুভূতি তখন কোনো না কোনো ভাবে প্রকাশ পায় বা বহি:প্রকাশ ঘটে। স্বাপ্নদোষ তার ভিতর একটি, যা একটি অতি স্বাভাবিক প্রক্রিয়া। হরমোনের প্রভাবে যৌনানুভূতি বা আকাঙ্খার কারনে মানুষ হস্তমৈথুনও করে। এটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া (অবশ্যই ধর্মের বিষয়টি আলাদা)। দুটির কোনোটিতেই কোনো সমস্যা হয়না। এসব নিয়ে দুঃশ্চিন্তা করার কিছু নেই। ভালো থাকো সুন্দর থাকো।

পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleমাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা
Next articleআবেগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here