অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর ৮৫ তম জন্মদিন উদযাপিত

0
90

বাংলাদেশের অন্যতম খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর ৮৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গতকাল (২৪ সেপ্টেম্বর) ঢাকা অফির্সাস ক্লাবে শিশুদেরকে নিয়ে নিজের ৮৫ তম জন্মদিনের কেক কাটেন বাংলাদেশের এই পথিকৃৎ মনোরোগ বিশেষজ্ঞ।
 

অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর পরিবার আয়োজিত “জীবনকে ফিরে দেখা” শিরোনামের জন্মোৎসবে তাঁর সহকর্মী, ছাত্র-ছাত্রী, স্বজন সহ অসংখ্য শুভান্যুধায়ী অংশগ্রহণ করে।
জন্মেদিনের এই  উৎসবকে ঘিরে ঢাকা অফির্সাস ক্লাব নবীণ প্রবীণ সাইকিয়াট্রিস্টদের মিলন মেলায় পরিণত হয়।
অন্যান্যদের সাথে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, সহকারি পরিচালক ডা. তারিকুল আলম সুমন, সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব, একই বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার, ডা. সিফাত ই সাঈদ, ডা. সৃজনী আহমেদ, ডা. সালেহ্ আহম্মেদ, ডা. শাহানা পারভিন, ডা. মুনতাসির মারুফ, ডা. ফাতিমা মারিয়া খান, ডা. সরদার আতিকুর রহমান, ডা. নাসির উদ্দিন আহম্মেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম ১৯৩৪ সালের ২৪ সেপ্টেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়  বাবা আব্দুল কাদের ও মা ফাতেমা খাতুন এর ঘরে জন্মগ্রহণ।  ছয় ভাইবেনের মাধ্যমে হেদায়েতুল ইসলাম সবার বড়। কর্মজীবনে তাঁর দেশে বিদেশে নানা অর্জন রয়েছে। কাজ করেছে দেশের সবচেয়ে বড় মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালে। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল। নিজে প্রতিষ্ঠা করেছেন ঢাকা মনোরোগ ক্লিনিক (প্রাঃ) লিঃ।
চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। দরিদ্র ও মেধাবী শির্ক্ষাথীদের বৃত্তি প্রদানের জন্য ব্যক্তি উদ্যোগে ট্রাস্টও গঠন করেছেন তিনি।
নিজের ৮৫ তম জন্মদিনে আমৃত্য মানসিকভাবে অসুস্থ রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দোয়া কামানা করেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম।
মনের খবর উপদেষ্টা হিসেবে তাকে মনের খবর পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Previous articleএসএএসএসএম স্কুল বাংলাদেশ এর ৩য় কোর্স অনুষ্ঠিত
Next articleবিএসএমএমইউ’তে আর্ন্তজাতিক সিপিডি ২৩ অক্টোবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here