সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে

0
35

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ‘প্রায় অপ্রতিরোধ্য’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্সের (আইসিএমআর) ন্যাশনাল ইনস্টিটিউট অন এপিডেমিওলজিস্টের সায়েন্টিফিক অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ড. জয়প্রকাশ মুলীয়িল। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, সবাই শেষ পর্যন্ত এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে। করোনা টিকার বুস্টার ডোজও ধরনটির সংক্রমণ রোধ করতে পারবে না।

সম্প্রতি এমনি এক প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে ভারত সরকারের অন্যতম শীর্ষ এই চিকিৎসা বিশেষজ্ঞ ড. জয়প্রকাশ মুলীয়িল বলেন, ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রায় অপ্রতিরোধ্য এবং সবাই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে। করোনা টিকার বুস্টার ডোজও এটির ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে না। বর্তমানে পুরো বিশ্বে সেটিই হচ্ছে। সব জায়গায় সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ হচ্ছে বুস্টার ডোজ। এমনকি টিকা নেওয়া থাকলেও মানুষ এটিতে আক্রান্ত হবেই।’ তিনি এনডিটিভিকে ওমিক্রন নিয়ে মারাত্মক এই হুঁশিয়ারি করেছেন।

এ সময় করোনা মহামারি নিয়ে আশার বাণীও শুনিয়েছেন তিনি। তিনি বলেন, ‘দুই বছর ধরে করোনাভাইরাস বিশ্বব্যাপী দাপট দেখালেও এটি নিয়ে আর ভয় নেই। এটি আর ভয়ংকর রোগ নয়। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের গুরুতর আকার ধারণ করার সম্ভাবনা অনেক কম। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কম।’

তিনি আরো বলেন, ‘আমরা আলাদা একটি ভাইরাসের সঙ্গে লড়াই করছি। ওমিক্রন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেক কম ভয়ানক। এটি কার্যত অপ্রতিরোধ্য। ঠাণ্ডা লাগা বা সর্দি কাশির মতোই উপসর্গ দেখা যাচ্ছে।’

সুত্রঃ এনডিটিভি

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleদুই মাসের মধ্যে অর্ধেক ইউরোপ অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Next articleরাবির রোকেয়া হলে করা হবে মানসিক স্বাস্থ্য কর্নার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here