কোনো রোগের নাম শুনলে আমার প্রচণ্ড ভয় লাগে

0
26
কোনো রোগের নাম শুনলে আমার প্রচণ্ড ভয় লাগে

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

Mk4c Ads

প্রশ্ন- আমার বয়স প্রায় ১৭ বছর। বর্তমানে দশম শ্রেণিতে পড়ছি। কিছুদিন আগে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল। ডাক্তারের পরামর্শমতো ঔষধ খেয়ে চলে গিয়েছিল। তারপর থেকে কোনো রোগের নাম শুনলে আমার প্রচণ্ড ভয় লাগে। বুক ধড়ফড় করে। হাত—পা ঠান্ডা হয়ে যায়, গা প্রায় অবশ হয়ে যায়। ঔষধ খেতে ভয় লাগে। পড়ার টেবিলে বসতে পারি না। শুধু রোগের চিন্তা হয় তখন আর পড়ার টেবিলে বসতে পারি না। ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা হয়। মনে হয়, যদি এমন হয় তবে ভবিষ্যত অন্ধকার। জীবনে আমি কিছুই করতে পারবো না। এ অবস্থায় কী করতে পারি দয়া করে জানাবেন।

পরামর্শ – আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আপনি খুব সম্ভবত Generalized Anxiety Disorder (GAD) অথবা Panic Disorder নামক মানসিক অসুখে ভুগছেন। আপনার এর পূর্বে মাথা ব্যথা হয়েছে এবং ঔষুধ খেয়েছিলেন, কত দিন যাবৎ ঔষুধ খেয়েছেন সেটা উল্লেখ করেননি। এছাড়াও এখনকার উপসর্গগুলো কতদিন যাবৎ হচ্ছে সেটা জানাটাও অনেক গুরুত্বপূর্ন।

আপনি আপাতত , Tab. Esita 5mg (Ecitalopram) সকালে (ভরাপেটে) শুরু করতে পারেন। এর সাথে Tab. Zolium 0.5mg (Alprazolam) রাতে ১ টি করে শুরু করে অতিসত্ত্বর একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর একটা কথা এই রোগের জন্য ঔষুধের পাশাপাশি রিলেক্সেশন থেরাপী, কাউন্সেলিং বা সাইকোথেরাপীও দরকার হবে। ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ।

পরামর্শ দিয়েছেন-

ডা. মো. সামীউল আলম
সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

  • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
  • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
    মগবাজার রেইল গেইট।
    নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
    (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
    চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

আরও দেখুন-

Previous articleবিএপি আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘বিএপি স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫’
Next article খাদ্য এবং স্বাস্থ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here