সমস্যা: দুই বছর হলো আমি বিয়ে করেছি। আমাদের বয়সের পার্থক্য পাঁচ বছর। আমার বয়স ত্রিশ বছর। বিয়ের আগে থেকেই পুরুষাঙ্গ সঠিক দৃঢ় হতো না। এ নিয়ে আমি বিয়ের পূর্বে বেশ চিন্তিত ছিলাম। বিয়ের পরে পূর্বের সমস্যার সঙ্গে আরও একটি সমস্যা দেখা দিয়েছে, তা হলো দ্রুত বীর্যপাত। এ নিয়ে আমার স্ত্রী মাঝে মাঝেই হতাশা অনুভব করে এবং আমাকে ডাক্তার দেখাতে বলে। এমতাবস্থায় যদি কোনো পরামর্শ দেন তাহলে খুবই উপকৃত হব। (নাম প্রকাশে অনিচ্ছুক)
পরামর্শ: আপনি বলেছেন, আপনাদের বিয়ের বয়স দুই বছর। কিন্তু বিয়ের আগে থেকেই পুরুষাঙ্গ দৃঢ় হতো না। আপনার বয়স ৩০ বছর। ঠিক কত বছর বয়স থেকে সমস্যাটা দেখা দিয়েছিলো সেটা আপনার কথায় পাওয়া যাচ্ছে না। আর তখন আপনার যৌন সংক্রান্ত চিন্তা ভাবনাও কমে গিয়েছিল কিনা সেটিও জানা প্রয়োজন। বিয়ের পরে লিঙ্গের দৃঢ়তা সমস্যার পাশাপাশি দ্রুত বীর্যপাতের সমস্যাও দেখা দিয়েছে। সব শুনে মনে হচ্ছে আপনি পারফর্ম্যান্স এ্যাংজাইটি বা না পারার ভয়-ভাবনায় ভুগছেন। সমস্যার প্রভাব আপনার স্ত্রীর উপর পড়তে শুরু করেছে। তাই দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরমর্শ নিন। সুস্থ থাকুন ভালো থাকুন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে