মানসিক অস্থিরতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের নভেম্বর সংখ্যা ২০২৪

0
51
মানসিক অস্থিরতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের নভেম্বর সংখ্যা ২০২৪
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৪ সালের নভেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- মানসিক অস্থিরতা । এবারের ম্যাগাজিনে মানসিক অস্থিরতা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” নভেম্বর সংখ্যায়–

মানসিক অস্থিরতা কী এবং কখন হয়?– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য

”শারীরিক স্বাস্থ্য ও মানসিক অস্থিরতার সম্পর্ক” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা

বিভিন্ন সামাজিক স্তরের মধ্যে মানসিক অস্থিরতার প্রভাব শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এর সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌস।

Magazine site ads

”স্বাভাবিক জীবনযাপনে মানসিক অস্থিরতার প্রভাব  ” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সমন্বয়কদের বিশেষ মতামত।

“মানসিক অস্থিরতার কারণ, লক্ষণ ও সমাধান”-শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া বিনতে জলিল।

মানসিক অস্থিরতায় করনীয় শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক অনিক।

শিশুদের মধ্যে মানসিক অস্থিরতার কারণ এবং সমাধান শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি।

মনের খবর ম্যগাজিনে

শিশুদের কেন এবং কিভাবে মানসিক অস্থিরতার জন্য প্রেরণা দেয়া যায় শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন ডা. মাহবুবা রহমান

”মাদকাসক্তির ফলে মানসিক অস্থিরতার যোগসূত্র” শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি

মানসিক অস্থিরতায় দাম্পত্য জীবনের অবনতিশিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন ডা. দেবদুলাল রায়।

মানসিক অস্থিরতা: প্রবীণের জীবন ও মানসিক স্বাস্থ্যশিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন ডা. আরেফিন জান্নাত শম্পা

মানসিক অস্থিরতা কাটাতে খেলাধুলার অবদানশিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল এর মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. চিরঞ্জিব বিশ্বাস ।

কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতার প্রভাব শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন ডা. অনন্যা কর।

মনস্তত্ত্ব বিভাগে ”নেলসন ম্যান্ডেলা ও মনস্তত্ব’’কে নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা

“গর্ভকালীন মানসিক অস্থিরতা মা ও শিশুর জন্য ক্ষতিকর”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন ডা. ফয়সাল রাহাত

”রাজনৈতিক অস্থিরতা এবং আগামী প্রজন্ম” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর নভেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “মানসিক অস্থিরতা দূর করা ও মানসিক শান্তি বজায় রাখার উপায় ” শিরোনামে মনের খবরের সাকোথেরাপিস্ট আসিম নাবিল-এর লেখা।।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

আরো পড়ুন-

Previous articleজাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here