মাদকাসক্তির বিরুদ্ধে মনের খবর-এর জুন সংখ্যা

মাদকাসক্তি নিয়ে সমৃদ্ধ আয়োজনে মাসিক মনের খবর-এর জুন সংখ্যা বাজারে এসেছে। এটি মনের খবর-এর ৬ষ্ঠ সংখ্যা। প্রতি সংখ্যার মতো এবারও লিখেছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণ।
২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। অন্যদিকে দেশব্যাপী চলছে মাদক নির্মূল অভিযান। এ দুটি বিষয় মাথায় রেখে এবারের মূল আয়োজন সাজানো হয়েছে মাদকাসক্তি নিয়ে।
মাদকাসক্তিও একটি রোগ। এ রোগের নানা দিক ও প্রতিকার, এ রোগ নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকাসহ প্রাসঙ্গিক নানা বিষয় এ সংখ্যায় উঠে এসেছে বিশেষজ্ঞদের কলমে।

  • ‘মাদকাসক্তি কি একটি রোগ’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক মোহিত কামাল।
  • ‘মাদকাসক্তি কেন মানসিক রোগ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন লিখেছেন ডা. মুনতাসীর মারুফ।
  • ডা. হোসনে আরা লিখেছেন ‘মাদকের দুষ্টচক্রে আটকে যায় পরিবারও’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন।
  • মাদকাসক্তির শারীরিক প্রভাব নিয়ে ডা. সজীব হাসনাত লিখেছেন ‘শরীরের উপর মাদকাসক্তির প্রভাব’
  • মাদকাসক্তি রোগের চিকিৎসা নিয়ে ডা. মো. রাহেনুল ইসলাম লিখেছেন ‘মাদক ব্যবহার রোগ: ফিরিয়ে আনতে শাস্তি নাকি চিকিৎসা?’ শিরোনামে।
  • ‘মাদকাসক্তির চিকিৎসায় কেন দীর্ঘসময় প্রয়োজন’ শীর্ষক রচনা লিখেছেন ডা. জসীম চৌধুরী।
  • নারীদের মাদকাসক্তি নিয়ে ‘গর্ভাবস্থায় মাদক মা ও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়’ শিরোনামে লিখেছেন ডা. সাইফুন নাহার।
  • ‘মাদকাসক্তি চিকিৎসা সেবায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ শিরোনামে প্রতিবেদন লিখেছেন ডা. নাসির উদ্দিন আহমেদ।
  • ‘আসক্তি কী? কিসে কিসে আসক্তি হতে পারে?’ শীর্ষক রচনা লিখেছেন ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
  • মাদকাসক্তের যৌনস্বাস্থ্য নিয়ে ডা. এস এম আতিকুর রহমান লিখেছেন ‘মাদক যৌনজীবনে প্রভাব ফেলে’ শিরোনামে।
  • ‘মাদকাসক্তির ব্যাপকতা এবং মাদক ব্যবহারের ঝুঁকি’ শিরোনামে একটি গবেষণা প্রকাশ করেছেন ডা. ফাতিমা জোহরা ও ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।

মাদকাসক্তির বাইরেও এ সংখ্যায় রয়েছে শিশু যৌন নির্যাতন নিয়ে একটি বিশেষ আয়োজন। ‘শিশু যৌন নির্যাতন: সতর্কতা ও প্রতিরোধ’ শিরোনামে লিখেছেন ডা. সৃজনী আহমেদ।
এছাড়া রয়েছে মাদকাসক্তি নিয়ে মনো-সামাজিক বিশ্লেষণ। এ বিষয়ে কথা বলেছেন সঙ্গীত শিল্পী জানে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান এবং মনোরোগ বিশেষজ্ঞ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম
‘মাদক থেকে মুক্তির উপায়’ শীর্ষক রচনায় মাদক থেকে ‍মুক্তি পাওয়ার বিশেষ কিছু টিপস দিয়েছেন শারমিন নাহার।
২০ জুন বিশ্ব রিফিউজি দিবস। এ দিবস উপলক্ষেও রয়েছে বিশেষ আয়োজন। ‘রোহিঙ্গা সমস্যা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক রচনা লিখেছেন সংবাদকর্মী আবু তালহা।
‘ধর্ষকের মন’ শিরোনামে একটি বিশেষ রচনা লিখেছেন ডা. পঞ্চানন আচার্য্য।
ডোনাল্ড জে. ট্রাম্পের মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আহসান আল রশিদ।
যুগে যুগে মনোচিকিৎসার ইতিহাসের একটি দিক উঠে এসেছে ডা. তৈয়বুর রহমান রয়েলের ‘ইলেকট্রোকনভালসিভ থেরাপি’ শীর্ষক রচনায়।
এ সংখ্যার বিশেষ আকর্ষণ মাদকাসক্তি থেকে ফিরে আসা জনপ্রিয় ব্যান্ড শিল্পী মাকসুদের সাক্ষাৎকার।
এছাড়াও রয়েছে স্পোর্টস সাইকোলজি বিভাগে ক্রিকেটার জাভেদ ওমরের সাক্ষাৎকার।
বরাবরের মতো এবারও রয়েছে মানসিক স্বাস্থ সংক্রান্ত সংবাদ ও সমৃদ্ধ প্রশ্নোত্তর

Previous articleনিয়মভঙ্গকারী শিশুরাই কেন পরবর্তী জীবনে ধনী হয়
Next articleকার প্রত্যাখ্যান বাচ্চার উপর বেশি প্রভাব ফেলে? বাবা নাকি মা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here