সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা আমাদের জাতির হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে গেছে। এই ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং গভীরভাবে শোক প্রকাশ করছি। একইসাথে আহত এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সকল শিক্ষার্থী, শিক্ষক এবং প্রত্যক্ষদর্শীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা।
এই ধরনের আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনা শিশু-কিশোরদের উপর গভীর মানসিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, আহত হয়েছে, বা চোখের সামনে বন্ধুবান্ধব, সহপাঠীদের অসহায় অবস্থায় দেখেছে—তাদের মধ্যে অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার (ASD), ট্রমাটিক স্ট্রেস, দুঃস্বপ্ন, আতঙ্ক, চমকে ওঠা, ঘুমে সমস্যা, স্কুলে যেতে না চাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশু-কিশোরদের দুর্ঘটনা পরবর্তী মানসিক স্বাস্থ্যর যত্ন নিতে মনের খবর পাশে আছে সবসময়।
এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন- অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
- ঠিকানা- নাভানা বারেক কারমেলা – লেভেল ৩, ১১ মগবাজার রোড, ঢাকা ১২১৭।
- সিরিয়ালের জন্য যোগাযোগ করুন- +8801858-727030
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত:
আরও পড়ুন-