নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৬তম বার্ষিক সম্মেলনের দুই দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল ৯ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ”চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ: ফোকাস অন ফ্যামিলি” শীর্ষক প্রতিপাদ্যে ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকামের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং বিএপি এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী ও সভাপতি বি. জে (অব) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, বিএসএমএমইউ এর সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. অভ্র দাস ভৌমিক, বিএপি এর সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডা. মো. গোলাম রাব্বানী।
মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রেসিডেন্ট ইলেক্ট ব্যাকাম অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব সভায় ভোট অব থ্যাংকস প্রদান করেন।
সাইন্টিফিক সেমিনারে ‘Keynote presentation’ সেশনে “Child and adolescent mental health: Focus on family”- শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ। এই সেশনে চেয়ারপারসন হিসেবে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল এবং অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।
প্রথম প্লেনারি সেশনে “Management of Neurological Wilson disease: Challenges & opportunity” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোপেন কুমার কুন্ডু এবং “The Game of Death: Effects of the war on our children and the looming mental health crisis” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর এ এ মামুন হোসেন। এই সেশনে চেয়ারপারসন হিসেবে ছিলেন বিএসএসএমইউ এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম।
দ্বিতীয় প্লেনারি সেশনে “Guideless media use by adolescents leading to addiction and age inappropriate cognition” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এবং “Psychosocial Impact of Chronic Childhood Skin Diseases” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া। এই সেশনে চেয়ারপারসন হিসেবে ছিলেন বিএসএমএমইউ এর সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক মহসিন আলী শাহ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম।
Sayed Kamal Uddin Ahmed Oration সেশনে “Gaps and options in child mental health in Bangladesh” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. ফারুক আলম।
Oral Presentation সেশনে “Factitious disorder: a case report” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফাতেমা জোহরা। “Identification of Early Clinical Features of Autism Spectrum Disorders in Bangladeshi Children- A Cross Sectional Study” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শারমিনা আফরিন শিমু। “Case study on the efficacy of Neuro-Linguistic Programming in enhancing an adolescent’s academic performance and well-being” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আন্দালিব মাহমুদ এবং “PTSD Followed by a brutal sexual abuse presented with behaviour problems: a pediatric case report” শীর্ষক প্রবন্ধ উপস্থান করেন ডা. মৌমিতা পাল। এই সেশনে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকিয়াট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ আলম এবং আইইউবিএটি এর উপ-উপচার্য অধ্যাপক মো. মাহমুদুর রহমান।
এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন টিম সেরোটোনিনে ডা. ফাহিমা তামান্না, ডা. সাদিয়া আফরিন শম্পা ও ডা. নাইমুর রহমান এবং টিম ডোপামিনে ডা. মো. বাহার হোসেন, ডা. তৌহিদা ফেরদৌসী এবং ডা. সুমাইয়া বিনতে জলিল। সবশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক আনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে “Empowering Families Through Applied Behavior Analysis Therapy: Building Stronger Bonds and Brighter Futures in Bangladesh” এবং “Dialectical Behavior Therapy” শীর্ষক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের Oral Presentation সেশনে “Cross-Cultural Adaptation and Psychometric Validation of the Colombia” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহবুবা রহমান, “Effectiveness of Risperidone in Children with Attention Deficit Hyperactivity Disorder: Comparison with Methylphenidate” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইসরাত জাহান নিগার, “Factitious Disorder: Uncovered Aspects of Unexplained Bleeding (Case Report)” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি, “Levels of insight in child and adolescent with obsessive-compulsive disorder: a cross sectional study” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুনিম রেজা এবং “Investigating the Role of Family Therapy in Addressing Adolescent Crisis: A Qualitative Case Study Integrating Multiple Therapeutic Strategies” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নিগার সুলতানা। এই সেশনে চেয়ারপারসন হিসেবে ছিলেন বিএসএমএমইউ এর সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক সুলতানা এলগিন এবং পিডিয়াট্রিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কানিজ ফাতেমা।
পরে বার্ষিক সাধারণ সভা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটে।