সমস্যা: আমি ২৯ বছরের একজন যুবক। আমি বর্তমানে প্রবাসে আছি।আমি গত ১৭ বছর ধরে হস্তমৈথুন নামক মানসিক রোগে আক্রান্ত। বিয়ে করার জন্য বর্তমানে পরিবারের পক্ষ থেকে চাপ আসছে। কিন্তু আমি মানসিকভাবে হতাশার মাঝে আছি। বিষয়টা লজ্জাজনক হওয়াতে করো সাথে বলতেও পারছি না। এদিকে, এখানে ভাষাগত সমস্যা থাকার কারণে ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারছি না। এ বিষয়ে যদি আমাকে কোন পরামর্শ দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
পরামর্শ: প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি যে হস্তমৈথুন কোন মানসিক রোগ নয়। এটা কৈশোর ও যৌবনকালের একটি স্বাভাবিক জীবনাচার। সমস্যা হচ্ছে হস্তমৈথুন নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। যেমন- হস্তমৈথুনে স্বাস্থ্যের ক্ষতি, যৌনাঙ্গ ও ভবিষ্যৎ যৌনজীবনে সমস্যা ইত্যাদি ইত্যাদি।
আপনার হতাশা ও বিয়ে ভীতিও এই ভুল ধারণার কারণেই। এখানে বিস্তারিত এ সম্পর্কে লেখা সম্ভব না। তাই দেশে আসলে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করবেন।
পরামর্শ দিয়েছেন: ডা. হাফিজুর রহমান চৌধুরী
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে