বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির হার ৬০ শতাংশ

0
13

এক সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ। সারা বিশ্বে করোনায় একদিনে ১৬ লাখ ৩২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ২৮ কোটি ৮৫ লাখেরও বেশি। একদিনে ৫ হাজার ৬২৭ মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার।

এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ ৪৩ হাজার শনাক্ত হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৬ জন। গত সাতদিনে দেশটির সংক্রমণ বেড়েছে ৭২ শতাংশ। করোনার ওমিক্রন ও ডেল্টা ধরন সুনামির আকারে ছড়াচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফ্রান্সে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ ২ লাখ ৩২ হাজার রোগী শনাক্ত হয়েছে। নতুন বছরে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। গত সাতদিনে ফ্রান্সে সংক্রমণ বেড়েছে ১১৩ শতাংশ। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি।

যুক্তরাজ্যে একদিনে প্রায় ১ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ইতালি, স্পেন, জার্মানিতে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। শুক্রবার ইতালিতে ১ লাখ ৪৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

প্রতিবেশী দেশ ভারতেও করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায়, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৭৫ শতাংশ। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। সাত মাস পর ৩৬ শতাংশ সংক্রমণ বেড়েছে রাজধানী দিল্লিতে।

করোনা সংক্রমণ রোধে আর্জেন্টিনায় বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার পরিধি। ওমিক্রন রোধে টিকা কার্যক্রম বাড়াচ্ছে বিভিন্ন দেশ। ইসরায়েলে হার্ট ট্রান্সপ্লান্ট করা রোগীদের টিকার দ্বিতীয় বুস্টার ডোজের কার্যক্রম শুরু করেছে।

এর আগে গতকাল ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৭৪ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল। মহামারী শুরুর পর একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। করোনাভাইরাসের তাণ্ডব বিশ্বব্যাপী ফের মারাত্মক আকার ধারণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস দাবী করেন, করোনা মোকাবিলায় দেশগুলো একসঙ্গে কাজ করলে ২০২২ সালের মধ্যে মহামারির অবসান ঘটানো সম্ভব। চীনে করোনা শনাক্ত হওয়ার ঠিক ২ বছর পর তিনি এ মন্তব্য করেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleবিশ্বব্যাপী নারীদের তুলনায় পুরুষদের আত্মহত্যার সংখ্যা দ্বিগুণ
Next articleকেন হয় প্যানিক ডিজঅর্ডার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here