বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসকে সামনে রেখে আগামী ৬ই সেপ্টেম্বর মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে আয়োজিত হতে যাচ্ছে একটি বৈজ্ঞানিক সেমিনার। “আত্মহত্যাঃ বাংলাদেশের প্রেক্ষাপট” শীর্ষক এই সেমিনারটির আয়োজক ‘সোস্যাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ’ (এসএসপিবি)।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সভাপতি প্রফেসর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং সভাপতিত্ব করবেন এসএসপিবি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক মোহাম্মদ আবদুল হামিদ ও অধ্যাপিকা ঝুনু শামসুন্নাহার। বিজ্ঞানভিত্তিক কর্মশালাটি’র পরিচালনা করবেন ডঃ ফারজানা রহমান দিনা। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এসএসপিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোহিত কামাল।
অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের কনফারেন্স হলে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।
অভ্র আবীর, প্রতিবেদক
মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।