ডা. গোপাল শংকর এর প্রথম মৃত্যুবার্ষিকী

ডা. গোপাল শংকর এর প্রথম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সাবেক সহ সভাপতি ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

অধ্যাপক ডা. গোপাল শংকর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা মাসিক ম্যাগাজিন মনের খবর প্রতিষ্ঠান থেকেও তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়।

জানা যায়, মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের মানসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে। করোনায় আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরার আখালিয়া শাখায় আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এ মনোরোগ বিশেষজ্ঞ।

অধ্যাপক ডা. গোপাল শংকর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন সহ সভাপতি ছিলেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। সিওমেকের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

Previous articleযান্ত্রিক জীবনে মন সতেজ রাখার সহজ উপায়
Next articleরাগ বশে আনবেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here