জুলাইয়ে প্রথম দুইদিনে ৪ জন’সহ সারাদেশে করোনাভাইরাসে ৬০ চিকিৎসকের মৃত্যু

জুলাইয়ে প্রথম দুইদিনে ৪ জন’সহ সারাদেশে করোনাভাইরাসে ৬০ চিকিৎসকের মৃত্যু
জুলাইয়ে প্রথম দুইদিনে ৪ জন’সহ সারাদেশে করোনাভাইরাসে ৬০ চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে জুলাই মাসের প্রথম দুইদিনে ৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ চিকিৎসকের মৃত্যু হলো।

এর বাইরে আরও ১২ জন চিকিৎসক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান  হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এম এ ওয়াহাব।
এর আগে বুধবার (১ জুলাই) সারাদিনে দেশে ৩ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এদিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আরও একজন চিকিৎসক।
বুধবার (১ জুলাই) ভোর রাতে করোনা আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালের গ্যাস্টোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মহসিন কবীর মৃত্যুবরণ করেন।
একই দিন ভোর ৪টার দিকে মারা যান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর ফার্মগেটের আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. রুহুল আমিন।
এদিকে বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ও বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির কুমিল্লার সভাপতি ডা. এম ওয়ালী উল্লাহ।
 

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleগুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথে কোভিড ১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিটি
Next articleবিএসএমএমইউতে আজ থেকে করোনা চিকিৎসা শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here