চাকরি থেকে অবসরে গেলেন অধ্যাপক ডা. মামুন হুসাইন

0
258
অধ্যাপক ডা. মামুন হুসাইন
অধ্যাপক ডা. মামুন হুসাইন

করোনা পরিস্থিতিতে অনেকটা নীরবে বণ্যার্ঢ্য চাকরিজীবন থেকে অবসরে গেলেন রজাশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান খ্যানতামা মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মামুন হুসাইন।
গতকাল (৯ এপ্রিল) তিনি সরকারি চাকরি থেকে অবসরে গেলেন। অবসরে যাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. মামুন হুসাইন জানান, “চিকিৎসকদের আসলে অবসর বলে কিছু নেই। চাকরিজীবন থেকে অবসরে গেলেও চিকিৎসকদেরকে ক্লিনিক বা চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে যেতেই হয়। তাই এটি ঠিক অবসর নয়, তবে চাকরির জন্য যে দায়িত্বগুলি ছিল সেটা কমে গেল, র্দীঘদিনের রুটিনে এবং অভ্যাসে একটু ছেদ পড়ল।” তবে এই সময়টিতে তিনি লেখালেখিতে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ডা.মামুন হুসাইন ৪ মার্চ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন কুষ্টিয়া জেলা শহরের কমলাপুরে। তার পিতার নাম আলতাফ হুসাইন, মায়ের নাম হোসনে আরা বেগম। মামুন হুসাইনের শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়। তিনি পড়ালেখা করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগে। তিনি ১৯৭৭ সালে এসএসসি এবং ১৯৭৯ সালে আইএসসি পাস করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন।
রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন ১৯৮৫ সালে। এরপর তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর অধীনে ডাক্তার হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি মেডিক্যাল সোসিওলজি নিয়ে উচ্চতর পড়ালেখায় আত্মনিয়োগ করেন এবং ২০০২ সালে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন ২০০৯ সালে। পরে তিনি সাইকিয়াট্রিতে এফসিপিএস ২০১১ সালে ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক ডা.মামুন হুসাইন কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Previous articleকরোনাভাইরাস: নিঃশ্বাস ও কথা বলার মাধ্যমেও ছড়াতে পারে
Next articleকরোনায় বাড়ছে অকাল ডিমেনশিয়ার ঝুঁকি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here