’Baseline Assessment of Mental Health’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে খুলনা সিভিল সার্জন অফিস।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এস এম ফরিদুজ্জামান এবং সহকারী অধ্যাপক ডা. এস এম সাইফুল ইসলাম রাজু।
প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মনজুর মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুমেকের পরিচালক ডা. তরুণ কুমার ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ দীন-উল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণও।
সভাতে খুলনা জেলার ৯টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় নারকোটিস কর্মকর্তা এবং বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রতিনিধিগণ তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা উন্নতিকল্পে বিভিন্ন মতামত প্রদান করেন।