কতটুকু চাপে আছেন বলে দেবে ছবি!

মানুষের জীবনে নানা বিষয়ের চাপ থাকে। পড়াশোনা, চাকরি, সাংসারিক জীবন সব কিছুর চাপ সামলিয়েই চলতে হয় আমাদের। কিন্তু কতোটুকু চাপে আছি আমরা-তা কি জানি?  সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ছবিতে এ প্রশ্নের জবাব খুঁজতে গেছেন অনেকেই। ছবিটি মূলত একটি দৃষ্টিভ্রম। তবে হয়েছে হিতে বিপরীত। ছবি দেখে নতুন করে তাদের চাপে পড়তে হয়েছে।
কিন্তু ছবি দেখে কীভাবে চাপ মাপা যাবে? ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টগুলোতে বলা হয়েছে, এ জন্য আপনাকে সেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। ছবিটি যদি নড়াচড়া না করে, তাহলে আপনি চাপমুক্ত। আর সামান্য নড়লে অল্প চাপে আছেন আপনি। কিন্তু সেটি যদি চরকি বা ঘুর্ণয়মান দোলনার মতো ঘুরতে থাকে তাহলে সাবধান! এখন আপনাকে নিতে হবে চাপমুক্তির জন্য ব্যবস্থা।
সংবাদমাধ্যম বিবিসির জানায়, ছবিটি বানিয়েছেন জাপানের নিউরোলজিস্ট ইয়ামামোতো হাসিমা। কিন্তু পরে স্নুপস ডটকমের অনুসন্ধানে উঠে আসে ছবিটি আদতে তৈরি করেছেন ইউরি পেরেপাদিয়া নামের ইউক্রেনের এক ব্যক্তি।
এ বিষয়ে ইনস্টাগ্রামে ইউরি পেরেপাদিয়া জানান, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর তিনি ছবিটি এঁকেছিলেন। তিনি ইন্টারনেটে পরে সেটি ছড়িয়ে পড়তে দেখেন। সেখানে শিল্পী হিসেবে ইয়ামামোতো হাসিমার উল্লেখ করা হয়।
ইউরি আরও বলেন, ইয়ামামোতো হাসিমা নামে আসলে কেউ নেই। বিষয়টি তিনি বিবিসিকে জানিয়েছেন। আর ছবিটি দিয়ে কোনো চাপ পরিমাপ করা যায় না। এটি স্রেফ গুজব।
তবে গুজব হোক আর না হোক, ছবিটি নিয়ে ইন্টারনেটে মজা করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘আমি আসলেই মানসিকভাবে অসুস্থ। ছবিটির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সেটি চরকির মতো ঘুরছিল।’
আরেকজন লিখেছেন, “আমার প্রেমিকাকে ছবিটি দেখানোর পর সে বললো, ‘এটি এতো দ্রুত নড়ছে কেন।’ আমি এখন তাকে কী জবাব দেবো?”

Previous articleজন্মকুণ্ডলীর কোন অবস্থা মানসিক রোগসূচক
Next articleবিপদগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা,না আসা: একটি মনো-সামাজিক বিশ্লেষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here