এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস উপলক্ষে এন্ডোমেট্রিওসিস প্রতিরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল টেবিল আলোচনা। আগামীকাল ২৯ মার্চ ( মঙ্গলবার) রাত ৯টায় ‘মনের খবর টিভি’তে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এন্ডোমেট্রিওসিস নারীদের এমন এক বেদনাদায়ক সমস্যা, যাকে সমুদ্রে ডুবে থাকা বরফখণ্ডের সঙ্গে তুলনা করা যায়। এর যতখানি প্রকাশিত, তার বেশিটাই থাকে লুকায়িত।
এন্ডোমেট্রিওসিস জনিত নারীদের এই বিশেষ সমস্যা নিয়ে কথা বলতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. সামিনা চৌধুরী- প্রেসিডেন্ট, ইএএসবি। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী- সাধারণ সম্পাদক, ইএএসবি।
এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করার জন্য আরো উপস্থিত থাকবেন, অধ্যাপক ডা. রওশন আরা বেগম- সহ সভাপতি, ইএএসবি, অধ্যাপক ডা.ফারহানা দেওয়ান-সাংগঠনিক সম্পাদক, ইএএসবি, অধ্যাপক ডা.গুলশান আরা- এডিটর, ইএএসবি, অধ্যাপক ডা. ফাতেমা রহমান, কার্যনির্বাহী সদস্য, ইএএসবি, অধ্যাপক ডা. শিউলী চৌধুরী- এন্টারটেইনমেন্ট সেক্রেটারী, ইএএসবি।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন ডা. শারমিন আব্বাসি- সাইন্টিফিক সেক্রেটারী, ইএএসবি।
সাইন্টিফিক পার্টনার হিসেবে অংশ নিয়েছে রেনেটা লিমিটেড।
জুম লিংকঃ https://us02web.zoom.us/j/88319880426?pwd=b05LbVNmSTFwOUZMK3JBdTNZRCtLZz09&fbclid=IwAR0ylBkXa6JhZkx_Q1FEHNJuod9t5d6r4IOtSrh0dJowrsqTLrNnneoSPts
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে