বর্তমানে আপনি বেশ কষ্টে আছেন সেটা বোঝাই যাচ্ছে। তবে এর সমাধান কিন্তু আছে। শুধু মনে রাখতে হবে এই চিকিৎসায় আপনাকে একটু সময় ধরেই করতে হবে। পরিবারে মানুষজনকেও চিকিৎসায় অন্তর্ভূক্ত করতে হবে। ইয়াবা একটা স্টিমুলেন্ট বা উত্তেজক পদার্থ । এটি মানুষকে সাময়িক চাঙ্গা করতে পারেন। শক্তি জোগাড় দিতে পারে, ঘুম কমিয়ে দেয়, খাওয়া কমিয়ে দেয়, ফুর্তি বাড়িয়ে দিতে পারে। খেতে খেতেও একসময় বিষণ্ণতায় পেয়ে বসতে পারে। সেই সাথে ঘুমের যেতেহু সমস্যা হয়, পর্যাপ্ত ঘুম না হওয়ার কারনে শরীর সঠিক ভাবে তৈরি হতে পারেনা। এসব কারণে সমস্যা অনেক সময় দীর্ঘায়িত হয়। তবে অবশ্যই সঠিক চিকিৎসা আপনাকে নিতে হবে। আপনার জন্য আলাদা পরামর্শ হলো, আপনি যেকোনো একজন ডাক্তারকে দেখান। উনি যদি আপনাকে ভর্তি হতে বলে সেটাও করেন। নিজের মতো করে সিদ্ধান্তা নিবেন না। চিকিৎসা চিকিৎসাই। অন্য দশটা রোগের মতো এটিকেও একটি রোগ মনে করতে হবে। কি ওষুধ খেয়েছন, কতটুকু খেয়েছেন, কতদিন খেয়েছেন এসব জানা গেলোনা বলে আপনাকে আলাদা আর কোনো পরামর্শ দিলাম না।ধন্যবাদ মনের খবর পড়ার জন্য। অন্যদেরকেও পড়তে বলবেন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন