আমি সব কাজের শুরুতেই ভয় এবং বেশী চাপ বোধ করি

সমস্যা:
স্যার
কেমন আছেন? আমার নাম রিপন।বয়স ২৫। আমার সমস্যা ভয়, আমি সব কাজের শুরুতেই ভয় এবং বেশী চাপ বোধ করিমৃত্যু ভয়না বোধক চিন্তা, হবে কি হবে নাউদ্বেগউৎকন্ঠাচমকে ওঠারাতে ভয়ের স্বপ্ন দেখামানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে না পাড়ালজ্জা
আরকেটি সমস্যা হল আমারা একটি অন্ডকোষ অকেজো, কাজ করে না। আমি কি আরেকটি দিয়ে সন্তান জন্ম দিতে পারব?
 
পরমর্শ:
ভাই
রিপন প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ উদ্বেগ, উৎকন্ঠা একটি স্বাভাবিক ব্যাপার আমাদের মধ্যে যদি উদ্বিগ্নতা না থাকত তাহলে আমরা সতর্ক হতে পারতাম না বিপদ এড়ানোর জন্য এই সতর্কতা প্রয়োজন কিন্ত সতর্ক হওয়ার জন্য যতটুকু উদ্বিগ্নতা প্রয়োজন তার চেয়ে বেশী উদ্বিগ্ন হলে আমাদের কাজ কর্মে ব্যাঘাত ঘটে আর মনের সেই অবস্থাটা স্বাস্থ্যকর নয়
আরেকটি সমস্যার কথা আপনি বলেছেন বলেছেন আপনার একটি অন্ডকোষ অকেজো বিষয়টা আমার কাছে স্পষ্ট নয় আপনি কি করে জানলেন আপনার একটি অন্ডকোষ কাজ করছে না কারন অন্ডকোষের কাজ হল শুক্রানু হরমোন তৈরি করা সেটা ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় তবুও প্রশ্নের উত্তর দেওয়ার সুবিদার্থে ধরে নিলাম একজন ডাক্তারই সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে জানিয়েছেন যেহেতু অপরটি ভাল আছে কাজেই অপর অন্ডোকোষটি দিয়ে আপনার সন্তান জন্ম দেওয়া সম্ভব ভাল থাকুন মনে সাহস রাখুন
পরামর্শ দিচ্ছেন,
ডা. এস এম আতিকুর রহমান


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleমানসিক স্বাস্থ্য সেবার প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ
Next articleআমার অতীতের কিছু অপ্রিয় ঘটনা মাথায় জেঁকে বসেছে
ডা. এস এম আতিকুর রহমান
বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here