[vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”black” css=”.vc_custom_1614836819467{border-radius: 35px !important;}”]আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা,দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন -নাঈমুল ইসলাম (ছদ্মনাম)-[/vc_message]
[vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”sky” icon_fontawesome=”fas fa-question” css=”.vc_custom_1614837428802{border-radius: 35px !important;}”]আমার বয়স ১৭। আমি একটি মেয়েকে ভালোবাসতাম তারপর সে আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে মানসিক ট্রমার ভিতর আছি। কারণে অকারণে টেনশনে থাকি, মানসিক চাপে থাকি। এর থেকে বের হতে পারতেছি না। মেয়েটির বাড়ি আমাদের বাড়ির পাশেই। তার ছোটো খাটো কার্যকালাপ আমার টেনশনের সৃষ্টি করে। আমাকে একটু পরামর্শ দিবেন প্লীজ।[/vc_message][vc_message style=”square” message_box_color=”white” icon_fontawesome=”fas fa-envelope-open-text” css=”.vc_custom_1614837356166{border-radius: 35px !important;}”]ভালোলাগার হয়তো কোনো বয়স বা সীমা নাই। কিন্তু কতটুকু তুমি জাড়িত হবে বা জড়াবে তার কিন্তু সীমারোখা থাকা দরকার। তোমার বয়স মাত্র ১৭, এখন ভালোলাগার বিষয়গুলিতে এমনভাবে জাড়ানো উচিত না যেটা পরবর্তীতের তোমার কষ্টের কারণ হবে। তোমার বয়স অনেক কম। সামনে অনেক ঘটনাই ঘটবে সুতরাং তোমার সমস্ত চিন্তা পরিকল্পনা সেসব ভেবেই হওয়া উচিত। এটা অবশ্য আমার ব্যাক্তিগত মতামত। তোমার চিঠিতে তুমি জানাওনি কতদিন আগের ঘটনা, তুমি কতদিন যাবত এমন কষ্টে আছো। কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মন খারাপ থাকবে, কষ্ট থাকবে। বিভিন্ন শারীরিক মানসিক সমস্যা হবে এটাও স্বাভাবিক। আবার কিছু কিছু বিষয় আছে যেসব সময়ের সাথে ঠিক হয়ে যায়। তুমি লিখেছ, মেয়েটির ছোট কালো কার্যকলাপে তেমার টেনশন হয়ে, এটা বুঝিনি। যার সাথে তোমার সম্পর্ক নাই, তার ছোট খাটো কার্যকলাপ তোমাকে এখনে পায় কিভাবে। আমার পরামর্শ থাকবে তোমার তুমি হাতের কাজ যেমন পড়াশোনাতে মনোযোগ বাড়ানোর চেষ্টা করো। একই সাথে অপেক্ষা করো, এমনিতেই বিষয়গুলো স্বাভাবিক হয়ে আসবে। তোমার কষ্ট দ্রুত কমে আসুক সেই কামনা করছি।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।