আমার ছেলে প্রশ্ন করলে উত্তর বলতে পারে না

0
45

সমস্যা : আমার ছেলের বয়স ৭ বছর। কথা বলতে পারে, তবে বেশিরভাগ সময় তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে সেটা বলতে পারে না। তুমি কী খেয়েছ প্রশ্ন করলে সে উত্তর দেয় ওটা খেয়েছি, এটা খেয়েছি, করেছি এভাবে। স্পেসিফিকভাবে বস্তুর নাম বলে না। জায়গার নাম বলে না কিন্তু সে সেগুলোর নাম জানে। স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু সে ঠিকমতো মনে রাখতে পারছে না। তাই তাকে স্পেশাল স্কুলে ভর্তি করাই। তবে সে প্রায়ই মিথ্যা কথা বলে সাজিয়ে-গুছিয়ে। বাসায় কারো কথা শোনে না। নিজে যেটা করতে চায় তাকে সেটাই করতে দিতে হয়। তা না হলে সে মারধর করে, ভাঙচুর করে। আমার প্রশ্ন হলো এটা কি কোনো রোগ? যদি রোগ হয় তাহলে আমাদের করণীয় কী? আর এই রোগের নাম কী? -মিজানুর রহমান।

অধ্যাপক এম এস আই মল্লিক : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার শিশুর যে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে, তার আচরণগত সমস্যা আছে। সেইসঙ্গে তার বিকাশগত সমস্যাও থাকতে পারে। যদিও আপনি বলছেন যে, শিশুটি অনেক কিছু বোঝে কিন্তু পড়াশুনার জন্য যে পরিমাণ বুদ্ধিমত্তার দরকার সেটা তার আছে কিনা সেটাও যাচাই করা প্রয়োজন আছে। তবে তার কথা বলার সমস্যা আছে বলে আমাদের মনে হয় না। মূলত তার আচরণগত সমস্যার কারণে এবং বুদ্ধিমত্তার ঘাটতির কারণে কিংবা দুটোর মিশ্রণে এই সমস্যাটি হতে পারে।

পরামর্শ দিয়েছেন

অধ্যাপক এম এস আই মল্লিক

অধ্যাপক ও শিশু মনোরোগ বিশেষজ্ঞ,

সাবেক চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পিছনের কথা
Next articleশুধুমাত্র কিডনী নয়, হার্ট, লিভারের সমস্যার কারণেও শরীরে জমতে পারে পানি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here