তাজউদ্দিন মেডিক্যালে ডাক্তার-শিক্ষার্থীদের বিষণ্নতা শীর্ষক সেমিনার

গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে ‘ডাক্তার ও মেডিক্যাল শিক্ষার্থীদের বিষণ্নতা’ শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।

শনিবার কলেজের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান, ডা. নূর আহমেদ গিয়াসউদ্দিন।

বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস- বিএপি’র উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএপির সভাপতি ও ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বি.জে. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

বি.জে. (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম

প্রধান অতিথি হিসেবে আলোচনা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শামিমা আক্তার এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. মুহাম্মাদ শাহিন। ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন বিএপির সাধারণ সম্পাদক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) সহযোগী অধ্যাপক ও উপপরিচালক, ডা. তারিকুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ ডা. সিফাত ই সাঈদ। তিনি ডিপ্রেশন রোগ নির্ণয় এবং ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের মাঝে এই রোগটির লক্ষণাদি ও চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেন।

/এসএস/মনেরখবর/

Previous articleবিএসএমএমইউ সমাবর্তন : সাইকিয়াট্রিতে স্বর্ণপদক পেলেন ৩ জন
Next articleহলিক্রসে ‘কিশোর বয়সে মনের যত্ন’ শীর্ষক সেমিনার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here