স্বপ্ন দেখি। আমি বিগ ড্রিমার। ছোটবেলা থেকে স্বপ্ন দেখি এবং মনে করি জীবনে কিছু করতে হলে স্বপ্ন দেখাটা খুবই দরকার। স্বপ্নই মানুষকে পরিশ্রম করতে আসলে সাহায্য করে, কোনো কিছু অর্জন করার যদি ইচ্ছা থাকে, কাজের ক্ষেত্রে সেটা অনেক সাহায্য করে। স্বপ্ন দেখাটা খুব, খুব প্রয়োজন।