মানসিক স্বাস্থ্য ব্যতিরেকে সুস্বাস্থ্য সম্ভব নয় : সিওমেক

আজ সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সিওমেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ময়নুল হক, বিশেষ অতিথি ছিলেন সিওমেক-এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ মাহবুবুর রহমান ভুইঁয়া ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  মনোরোগবিদ্যা বিভাগের প্রধান এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি)’র যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. আর কে এস রয়েল।

এসময় বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, মনসিক স্বাস্থ্য ব্যতিরেকে সুস্বাস্থ্য সম্ভব নয়। এজন্য সকলকে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিতে হবে।

এসময় সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোঃ মুবিনউদ্দিন আখঞ্জি, সহকারী অধ্যাপক ডা. সাইদ এনাম এবং অন্যান্য বিভাগীয় প্রধানসহ প্রতিষ্ঠানটির সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা.ফারজানা এবং ফেইজবি’র চিকিৎসক ডা. মোঃ রাহাত ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেসিডেন্সি কোর্সের চিকিৎসক ডা.আরেফিন জান্নাত এবং প্রবন্ধ তৈরীতে সহযোগী ছিলেন ডা.সাইফুন।

সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় ছিলেন ডা. জিকরুল, ডা. তাসলিমা রহমান, ডা. মোঃ মাহমুদুল হাসান, ডা.বাপ্পা, ডা.শুভ্র, ডা.ইমদাদুল মাগফুর, ডা.কাকন, ডা.অনামিকা, ডা. মামুন, ডা.ইকবাল, ডা.মিসবাহ।

সম্পূর্ণ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো মনের খবর।

/এসএ/এসএস/মনেরখবর/

Previous articleউপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ নেবে এমএমসিএইচ
Next articleজালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here