বিএসএমএমইউতে ডা. আব্দুল্লাহ স্মরণে দোয়া ও শোকসভা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ শিবলীর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সহকর্মী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্ উদ্দিন কাউসার বিপ্লব, সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান, ফাতিমা মারিয়া খান, সেলিনা ফাতেমা বিনতে শহীদ প্রমুখ।

এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মরহুমের ব্যক্তিগত ও কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করেন। বক্তাদের আলোচনায় ডা. আব্দুল্লাহ শিবলীর জীবনের নানাদিক উঠে আসে।

এসময় তারা ডা. শিবলীর অকাল মৃত্যুতে শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাত বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ শিবলী হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদপুরের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন।

ডা. আব্দুল্লাহ ২০০৩ সালে বিএসএমএমইউতে যোগদান করেন। সর্বশেষ তিনি সাইকিয়াট্রি বিভাগের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। মাঝখানে কিছুদিন অসুস্থতাজনিত কারণে কর্মস্থল থেকে ছুটিতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

/এসএস/মনেরখবর/

Previous articleমাদকাসক্তি কাটাতে সন্তানের পাশে থাকার আহ্বান বিশেষজ্ঞদের
Next articleভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here