পরীক্ষার আগ শিক্ষার্থীদের কিছুটা ভয় লাগবে এটা স্বাভাবিক। ভয় নিয়েই পরীক্ষা দিতে হবে ঠিকঠাকভাবে। কিন্তু কেউ যদি ভয়ের কারণে পরীক্ষাই ঠিকমতো দিতে না পারে তাহলে বুঝতে হবে সে ফোবিয়া আক্রান্ত।
অনেকে কাটার ভয়ে মাছ খান না। এটা যেমন ফোবিয়ার লক্ষণ তেমনি যে কোনো কিছুতে ভয়ের কারণে থমকে যাওয়াও ফোবিয়ার লক্ষণ। এটাকে বলা হয় ফোবিক এংজাইটি ডিজঅর্ডার।
রেনাটা লিমিটেড নিবেদিত মানসিক স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক আয়োজন ‘সাইকোসিস নিউরোসিস’ অনুষ্ঠানের ৩৬তম পর্বে ‘ফোবিয়া (মনের ভয়)’ শীর্ষক ওয়েবিনারে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।
শনিবার (১০ জুন) রাত ১০টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরার্মশ ও দিকনির্দেশনা দিয়েছেন অনুষ্ঠানের বিশেষজ্ঞ অতিথিরা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতালেল সাবেক পরিচালক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহফুযুল হক এবং চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের মানসিক ও স্নায়ু রোগ বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান।
অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার রেনাটা লিমিটেড, পাওয়ার্ড বাই Denixil (Clonazepam USP) & Sperid (Risperidone USP) & Escilex (Escitalopram Oxalate USP) এবং মিডিয়া পার্টনার Moner Khabor TV মনের খবর টিভি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সুস্মিতা সরকার (এমবিবিএস, এমসিপিএস (সাইকিয়াট্রি) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল)।
সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :