মানসিক স্বাস্থ্য দিবসে পাবনায় র‌্যালী ও আলোচনা সভা

‘সকলের জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। মানসিক স্বাস্থ্য চিকিৎসায় দেশের প্রাচীন প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ বিন আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়, আবাসিক সাইকিয়াট্রিস্ট ডা. মাসুদ রানা সরকারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল আযম।

/এসএস/মনেরখবর/

Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে ওয়েবিনার মনের খবর টিভিতে
Next article‘মানসিক রোগের মধ্যেই মানসিক স্বাস্থ্য সীমাবদ্ধ নয়’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here